ডিপিএল

আনিসুলের সেঞ্চুরির পর শেষ ওভারের রোমাঞ্চে জিতল ব্রাদার্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:34 মঙ্গলবার, 28 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আনিসুল ইসলাম ইমনের প্রথম সেঞ্চুরিতে ভর করে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে ব্রাদার্সের এটি প্রথম জয়। এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছিল অগ্রণী ব্যাংক। জবাবে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ব্রাদার্স।

টসে হেরে ব্যাট করনে নেমে শুরুটা ভালো হয়নি অগ্রণী ব্যাংকের। তারা শুরুতেই হারায় ওপেনার আজমির আহমেদের উইকেট। অবশ্য দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জাহিদ জাভেদ ও সাদমান। জাহিদ ২২ বলে ২৮ রান করে ফিরে গেলে শামসুল ইসলামকে নিয়ে অগ্রণী ব্যাংকের ইনিংস টানেন সাদমান।

এই দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি তুলে আউট হয়েছেন। সাদমান ৬৯ বলে ৫৭ রান করে আউট হয়েছেন সাদমান। শামসুলের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৫০ রান। বাকি সময়টা ছিল অধিনায়ক মার্শাল আইয়ুবের। তার ৬২ বলে ৬৩ রানের ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৬ তোলে অগ্রণী ব্যাংক।

বড় লক্ষ্য খেলতে নেমে ভালো শুরু পায়নি ব্রাদার্সও। তারা শুরুতে হারায় দুই ওপেনার মিজানুর রহমান ও তানজিদ হাসান তামিমের উইকেট। দুইজনেই করেন ২১ রান করে। দলীয় ৪৭ রানে দুই উইকেট হারানো দলকে পথে রাখেন সাব্বির হোসেন ও আনিসুল।

দারুণ খেলতে থাকা সাব্বির ফিরেছেন ৬৯ বলে ৬২ রান করে। সঙ্গী হারালেও কাঙ্খিত সেঞ্চুরি পেতে বেগ পেতে হয়নি আনিসুলকে। ১০৮ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পা রাখেন ডানহাতি এই ব্যাটার। এরপর অবশ্য বেশিদূর এগোতে পারেননি তিনি।  ৫ ছক্কা ও ৮ চারে খেলে ১০৭ রানে আউট হন আনিসুল।

পেশাদার ক্যারিয়ারে এর আগে দশবার হাফ সেঞ্চুরি পেলেও সেঞ্চুরির স্বাদ এবারই প্রথম পেলেন তিনি। তার বিদায়ের পর পাকিস্তানি রিক্রুট সাদ নাসিম ও জাহিদুজ্জামান মিলে ব্রাদার্সকে জয়ের পথেই রেখেছিলেন। তবে শেষ ওভারে ৭ রানের সমীকরণে কিছুটা ছন্দপতন হয়েছিল ব্রাদার্সের। 

তারা শেষ ওভারের প্রথম বলেই হারায় নাসিমকে। পরের দুই বলে দুই রান এলেও চতুর্থ বলে দুই রান নিতে গিয়ে রান আউট হন আরাফাত সানি জুনিয়র। পরের বলে ২ রান নিয়ে ব্রাদার্সের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মানিক খান। শেষ বলটি ওয়াইড হয়েছিল। সেই বলে সিঙ্গেল নিয়ে প্রথম জয় তুলে নেয় দলটি।