ডিপিএল

‘ওয়াকার ইউনিস-আকিব জাভেদরাও সুযোগ পেতেন না’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:12 রবিবার, 26 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

‘এমন পেস আক্রমণ থাকলে যেকোনো অধিনায়কেরই জীবন সহজ হয়ে যায়।’ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০ উইকেট নিয়ে নেয়া পেস ইউনিটকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছিলেন তামিম ইকবাল। একটু একটু করে উন্নতি করা তাসকিন আহমেদ-ইবাদত হোসেন-হাসান মাহমুদরা পেস ইউনিট হিসেবে হয়ে উঠছেন ভয়ঙ্কর। এমন পেস ইউনিটের আশেপাশেও নেই মোহাম্মদ সাইফউদ্দিন।

তাসকিনদের সঙ্গে সুযোগ না পেয়ে পাকিস্তানের আকিব জাভেদ, ওয়াকার ইউনিসদের উদাহরণ টেনে এই অলরাউন্ডার জানিয়েছেন, তারাও সুযোগ পেতেন না। জাতীয় দলে ফিরতে সাইফউদ্দিনের আপাতত ভরসা ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বাংলাদেশের ৫০ ওভারের এই ঘরোয়া টুর্নামেন্টে আবাহনীর হয়ে খেলছেন তিনি।

ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পাওয়া সাইফউদ্দিন বল হাতে রয়েছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে নিয়েছৈন ১০ উইকেট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে চার উইকেট নেয়া এই অলরাউন্ডার গাজী গ্রুপের সঙ্গে পেয়েছেন ৩০ রানে ৪ উইকেট। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে খেলা সাইফউদ্দিনের চাওয়া, পেস ইউনিট আরও ভালো খেলুক।

এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘আগে শুনতাম যে ওয়াকার ইউনিস ও আকিব জাভেদরাও সুযোগ পেতেন না অনেক সময় (পাকিস্তান দলে)। এখন তো মাশাআল্লাহ আমাদের পেস ইউনিট অনেক ভালো। আমরা চাই, (তারা) আরও ভালো খেলুক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের পেস ইউনিট। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই ওয়ানডেতে ২০ উইকেটের মাঝে তাসকিনদের শিকার ১৬টি। এমন পেস ইউনিটের সদস্য হতে পারলে খুশি হবেন বলে জানান সাইফউদ্দিন। এদিকে তাসকিন, ইবাদত, হাসান ও মুস্তাফিজুর রহমানদের প্রশংসা করেন এই অলরাউন্ডার।

সাইফউদ্দিন বলেন, ‘আমাদের শেষ কয়েকটি সিরিজ যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের পেস ইউনিট দুর্দান্ত করেছে। ওই পেস ইউনিটের যদি সদস্য হতে পারি, সত্যিই খুশি হব। আমিও চেষ্টা করছি। হাসান সুযোগ পেয়েছে এবং পাঁচ উইকেট নিয়েছে। তাসকিন (আহমেদ), ইবাদত (হোসেন), মুস্তাফিজরা দুর্দান্ত বোলিং করছে। শরীফুলও (ইসলাম) যোগ্য।’

পেসারদের স্কিল নয় বরং মানসিকতায় পরিবর্তন এসেছে বলে মনে করেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘সবার কমবেশি স্কিল আগে থেকে ছিল। আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানসিকতায় পরিবর্তন (এসেছে)। আমি নিজে থেকে যেটা অনুভব করি, তা হলো আমাদের পেসাররা আগের চেয়ে মানসিকভাবে খুবই শক্তিশালী এখন।’