আইপিএল

পাঞ্জাবে বেয়ারস্টোর বদলি অস্ট্রেলিয়ার শর্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:28 শনিবার, 25 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, চোট থেকে সেরে না উঠায় সম্ভবত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর খেলা হচ্ছে না জনি বেয়ারস্টোর। এমন খবর প্রকাশের কদিন পর মিলেছে সত্যতা। এক বিবৃতিতে বেয়ারস্টো না খেলার সঙ্গে তার বদলি ক্রিকেটারের নামও নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস। যেখানে প্রথমবারের মতো আইপিএলে দেখা যাবে ম্যাথু শর্টকে।

গত বছরের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের আগে লিডসে গলফ খেলতে গিয়ে পা হড়কে পড়ে গিয়েছিলেন বেয়ারস্টো। যার ফলে বাঁ পা ভেঙে যাওয়ার সঙ্গে লিগামেন্টেও চোট পেয়েছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। মাসখানেক পর অস্ত্রোপচারও করতে হয় তাকে। 

চোট গুরুতর হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নাম থাকার পরও অস্ট্রেলিয়াতে খেলা হয়নি বেয়ারস্টোর। এমন পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সবশেষ বাংলাদেশ সফরও মিস করেছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়া এই ব্যাটার ইতোমধ্যে নেটে ব্যাটিংও শুরু করেছেন।

যদিও ‍পুরোপুরি সুস্থ না হওয়ায় আইপিএলের এবারের আসরে তাকে পাচ্ছে না পাঞ্জাব। ধারণা করা হচ্ছে, পুরোপুরি ফিট হয়ে অ্যাশেজ দিয়ে মাঠে ফিরবেনে বেয়ারস্টো। এদিক সবশেষ আসরে ১১ ইনিংসে ২৩ গড় ও ১৪৪.৫৭ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছিলেন তিনি। 

বেয়ারস্টোকে না পাওয়ায় অস্ট্রেলিয়ার ম্যাথু শর্টকে দলে নিয়েছে পাঞ্জাব। অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে বিগ ব্যাশের সবশেষ মৌসুমে টুর্নামেন্টের সেরা খেলোয়াগ হয়েছেন তিনি। যেখানে ১৪৪.৪৭ স্ট্রাইক রেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৩ রান করার সঙ্গে বল হাতে ১১ উইকেট নিয়েছেন শর্ট।