আইপিএল

আইপিএলের শুরুতে মহসিনকে পাবে না লক্ষ্ণৌ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:31 শনিবার, 25 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেস বোলিং আক্রমণের মূল ভরসা মহসিন খান। আইপিএলের গত আসরে তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই প্লে অফ নিশ্চিত করতে পেরেছিল নবাগত দলটি। এবার ইনজুরি শঙ্কায় তার পুরো আইপিএলের আসরে খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই পেসার বাঁ কাঁধের ইনজুরিতে ভুগছেন। গত বছর অস্ত্রোপচার করে তার কাঁধে জমাট বাধা রক্ত বের করতে হয়েছিল। এ কারণে আইপিএলের গত আসরের পর কোনো প্রতিযোগীতামূলক ম্যাচে বোলিংই করতে পারেননি তিনি।

বোলিং করতে অস্বস্তি হওয়ায় মহসিন গিয়েছিলেন বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমীতে। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছিল। এই পেসার আইপিএলকে সামনে রেখে বর্তমানে লক্ষ্ণৌয়ের ক্যাম্পে যোগ দিয়েছে। যদিও এখনও বোলিং শুরু করতে পারেননি তিনি।

যদিও নেটে তাকে ব্যাটিং করতে দেখা গেছে। বাঁ কাঁধ এখনও বোলিং করার মতো উপযুক্ত হয়ে উঠেনি বলে জানিয়েছে ক্রিকইনফো। আইপিএলের গত আসরে তৃতীয় হয়ে শেষ করেছিল লক্ষ্ণৌ। আইপিএলের শেষ ভাগে আবারও বোলিংয়ে ফিরতে পারেন মহসিন।

তার বিকল্প হিসেবে গত ডিসেম্বরে নিলাম থেকে লক্ষ্ণৌ দলে ভিড়িয়েছে সৌরাষ্ট্রের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটকে। খেলতে না পারলেও মহসিনকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্ণৌ। দলের সঙ্গে থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।

আইপিএলের গত আসরে পাওয়ার প্লে ও ডেথ ওভারে সমানতালে বোলিং করেছিলেন মহসিন। যদিও গত আসরে শুরুটা ভালো ছিল না তার। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওভারে ১৮ রান খরচা করে উইকেট শূন্য ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর দারুণভাবে ফিরে এসেছিলেন মহসিন।

পরের আট ম্যাচে ১২.৭৮ গড়ে নিয়েছিলেন ১৪ উইকেট। সেখানে ওভার প্রতি তিনি খরচা করেছিলেন ৫.৭৭ রান করে। আইপিএলের গত আসরে অন্তত ২০ ওভার করা ৩৩ বোলারদের মধ্যে তার চেয়ে ভালো ইকোনোমি ছিল না আর কোনো বোলারের।