Connect with us

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আয়ারল্যান্ড সিরিজের পর


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

মাঠের বাইরে প্রায়ই সাকিব আল হাসানকে ঘিরে থাকে তুমুল আলোচনা-সমালোচনা। যদিও পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়তে দেন না এই টাইগার অলরাউন্ডার। কদিন ধরেই সাকিবের দুবাই সফরকে ঘিরে উত্তেজনা বইছে পুরো দেশে।

মাঠে ফিরেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন তিনি। এরপর বল হাতে নিয়েছেন একটি উইকেটও। ঘটনাটি ইংল্যান্ড সিরিজের ঠিক পরের। একদিনের জন্য একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন তিনি। সেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান আবার পলাতক আসামী।

এ কারণেই সাকিবের দুবাই সফর বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই বিষয় নিয়ে এখনও কোনো কথা বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল এখন ব্যস্ত আয়ারল্যান্ড সিরিজে। এই সিরিজের পরই এসব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এ ঘটনার এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বাইরে আছেন, ওনারা এলে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়। আমাদের শৃঙ্খলা কমিটি আছে। ওনারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তাঁরা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।’

সাকিবকে নিয়ে চলমান বিতর্ক তাঁর মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন জালাল ইউনুস। এ কারণেই বাড়তি সর্তকতার আশ্রয় নিচ্ছেন তারা। এসব নেতিবাচক বিষয় থেকে দূরে থাকতে সাকিবকে পরামর্শ দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আগে আমরা ব্যাপারটা সম্পর্কে জানি। এখানে ওর সমর্থন দরকার। ও যদি না জেনে থাকে (রবিউল ইসলাম সম্পর্কে), তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ–আলোচনা করতে পারি।’

আরেক প্রশ্নের জবাবে দেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব প্রসঙ্গেও কথা বলেছেন জালাল ইউনুস। তিনি সাকিবকে শুধু বিসিবির সম্পদ নয়, দেশের সম্পদ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘সাকিব শুধু বিসিবিরই সম্পদ নয়, দেশের সম্পদ। তাকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব।’

সর্বশেষ

৩০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিবদের দেশপ্রেম ও নাসেরের চোখে বাস্তবতা

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

আর্কাইভ

বিজ্ঞাপন