নারী বিশ্বকাপ

সাউথ আফ্রিকার বিপক্ষেই হারের বৃত্ত ভাঙ্গতে চায় বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:27 সোমবার, 20 ফেব্রুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘ জয়খরা তাই কাটেনি এবারও। হ্যাট্টিক হারে আসর শুরু করা বাংলাদেশ আশাবাদী শেষ ম্যাচ নিয়ে। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় দিয়ে শেষটা রাঙাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

স্বাগতিক হিসেবে খেলা ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার ও আয়ারল্যান্ডের সঙ্গে জয়ের পর গত তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে কোনো জয় নেই বাংলাদেশের। এবারের আসরের তিন হারে টানা পরাজয়ের সংখ্যাটা পৌঁছে গেছে ১৫ ম্যাচে। তবে এবার শেষ ম্যাচটায় অন্তত এই হারের বৃত্ত ভাঙ্গতে চায় বাংলাদেশ।

জ্যোতি বলেন, 'পারলাম না… এখনও কিন্তু সুযোগ শেষ হয়নি…! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে। দেখুন, দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি। দল হিসেবে পারফর্ম করতে পারিনি বলেই দল ভালো করতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স দু-একটি থাকলেও কিন্তু ভালো হয়নি, কারণ দল হিসেবে পারফর্ম করতে না পারলে একটু কঠিন হয়ে যায় ম্যাচ জেতা।'

টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে প্রথম ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। তবে ২০১২ সালে মিরপুরে সেই জয়ের পর প্রোটিয়া মেয়েরা অনেক এগিয়ে গেছে । তারা এখন বিশ্বের শীর্ষ দলগুলোর কাতারেই আছে। কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি খুব একটা হয়নি।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ওই জয়ের পর টানা ৯ ম্যাচের তাদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এবার অবশ্য ঘরের মাঠের বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রত্যাশামতো খেলতে পারেনি সাউথ আফ্রিকা। আসরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাত্রা শুরু করেছিল।

এরপর নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও পরের ম্যাচে আবার হেরে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাদের সেমি-ফাইনাল সম্ভাবনা অবশ্য এখনও টিকে আছে। শেষ চারে যেতে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে তাদের, সেয়াও আবার বড় ব্যবধানে। অন্যদিকে এই ম্যাচে জিততে পারলে অন্তত হাসি মুখে বাড়ি ফিরতে পারবে জ্যোতির দল।