Connect with us

প্লেয়ার অব দ্য মান্থ

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জানুয়ারী মাসের 'প্লেয়ার অব দ্য মান্থের' মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বছরের প্রথম মাসের সেরা হওয়ার দৌঁড়ে আছেন শুভমান গিল, মোহাম্মদ সিরাজ ও ডেভন কনওয়ে।

২০২৩ সালের শুরুটা দারুণভাবে করেছেন কনওয়ে। বছরের প্রথম মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে দুই হাফ সেঞ্চুরির পাশাপাশি তিন সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক মেরে শুরু করেছিলেন। তবে পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। আর সিরিজ শেষ করেছেন হাফ সেঞ্চুরি করে।

এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও শুরুটা ভালো করতে পারেননি কনওয়ে। সিরিজের প্রথম দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ১০ ও ৭ রান। তবে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ১৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও কথা বলেছে তার ব্যাট। খেলেছেন ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস।

এদিকে গত বছরটা দারুণ কেটেছিল গিলের। তারই ধারবাহিকতায় এ বছরের শুরুতেই ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় এই ব্যাটারের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৭ রান করতে পেরেছিলেন তিনি।   



তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই নিজেকে প্রমাণ করেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ১২৬ আরনের অপরাজিত ইনিংস। যা ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস।

একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রেকর্ড গড়েছেন গিল। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। প্রথম ম্যাচে ১৪৯ বল খেলে ১৯ বাউন্ডারি আর ৯ ছক্কায় ২০৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটার। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি নিজের দখলে নেন গিল।

এরপর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৪০ রান এসেছিল গিলের ব্যাট থেকে। আর সিরিজের শেষ ওয়ানডেতে আবারও সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। সবমিলিয়ে তিন ম্যাচের এই সিরিজে প্রায় ১৭৬ গড়ে ৩৫৬ রান করেন তিনি। 

কনওয়ে-গিলের সঙ্গে মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে আছেন সিরাজ। জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে রঙ ছড়াচ্ছেন তিনি। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষস্থানে আছেন এই পেসার।  

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন সিরাজ। যেখানে এক ম্যাচেই ৪৬ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন