Connect with us

নারী ক্রিকেট

হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। তবে সেখানে সুবিধা করতে পারেনি টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জোত্যির দল। 

বাংলাদেশের দেয়া ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সিধরা আমিনকে হারায় পাকিস্তান। আরেক ওপেনার জাভেরিয়া খানও ১২ রানের বেশি করতে পারেননি। ২৪ রানে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশী বোলাররা ভালো শুরু করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। 

নিধা ধারের অপরাজিত ২৪ রান এবং আয়েশা নাসিমের অপরাজিত ২০ রানের সুবাদে  ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৩ ওভার বোলিং করে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার মারুফা আক্তার। 

এর আগে ব্যাটিং করতে নেমে ফলাফলের চেয়ে পরীক্ষা-নিরীক্ষায় বেশি মনযোগী ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টাইগ্রেসদের ব্যাটিং লাইনআপ ছিল এদিন চমকে ভরা। আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনোই ওপেন না করা সালমা খাতুনকে দিয়ে এদিন ওপেনিং করিয়েছে বাংলাদেশ।  



শুধু সালমা নয়, তার সঙ্গি হিসেবে ছিলেন আরেক মেকশিফট ওপেনার সোবহানা মোস্তারি। তিনি মূলত একজন মিডল অর্ডার ব্যাটার। এর আগে তিনিও দেশের হয়ে কখনো ওপেন করেননি। এমন সাহসী পরীক্ষায় পাশ মার্কও তুলতে পারেননি বাংলাদেশ।

সালমা ও সোবহানার উদ্বোধনী জুটি ভেঙে যায় চতুর্থ ওভারে। ১০ বল খেলে ৮ রানে বিদায় নেন সালমা। দ্বিতীয় উইকেটে সোবহানা ও শামিমা সুলতানা মিলে অবসহ্য ৩৮ রানের জুটির গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে দুইজনই বেশ ধীর গতির ইনিংস খেলেছেন। সোবহানা ২১ বলে করেছেন ১৮ রান। আর শ্মমীমার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৩৬ রান।

এরপর অধিনায়ক জোত্যি উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৫ রান। এরপর স্বর্ণা আক্তার, রুমানা আহমেদ, রিতু মণিরা দ্রুতই সাজঘরে ফিরেছেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০১ রান তোলতে পেরেছে বাংলাদেশ।

কেপ টাউনে সোমবার টস জয়ী বাংলাদেশ ২০ ওভার খেলে ৭ উইকেটে করতে পারে স্রেফ ১০১ রান। পাকিস্তান তা টপকে যায় ৪ ওভার বাকি রেখে।

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন