Connect with us

বোর্ডার-গাভাস্কার ট্রফি

সিরিজ জিততে হলে রোহিত-গিলকে ওপেনিংয়ে পাঠাও: হরভজন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বুধবার নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি। আসন্ন এই সিরিজে জিততে দুই দলই আটঘাট বেধে মাঠে নামছে। অজিদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিততে অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলকেই ওপেনিংয়ে নামার পরামর্শ দিয়েছেন হরভজন সিং।

অজিদের বিপক্ষে লড়াইয়ের সঙ্গে অন্য আরেক চ্যালেঞ্জও মাথায় রাখতে হচ্ছে ভারতের। সফরকারীদের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারলেই কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে ভারত। এই কঠিন লড়াইয়ের আগে তাই রোহিতের দলকে উজ্জীবিত করতে পরামর্শ দিয়েছেন হরভজন।

তিনি বলেন, 'ওপেনিং হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওপেনাররাই যেকোনো সিরিজের ছন্দ বেধে দেয়। আমার মনে হয় রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং করা উচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে।'

গিলের প্রশংসার সঙ্গে লোকেশ রাহুলকে নিয়ে নিজের হতাশার কথাও জানিয়েছেন হরভজন। তিনি বলেন, 'গিল যে ফর্মে রয়েছে সেটা দুর্দান্ত। লোকেশ রাহুলও বড় মাপের খেলোয়াড়। এই মুহূর্তে তার পরিসংখ্যান আমাকে টানছে না। গিল যেখানে তার সেরা ফর্মে রয়েছে, গত কয়েক মাসে সে অনেক রেকর্ড ভেঙেছে।'২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল গিলের। সেই সময় জায়গাটা নড়বড়ে হলেও বর্তমানে তিন ফরম্যাটেই ভারতের অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছেন এই টপ অর্ডার ব্যাটার। হরভজন মনে করেন গিল যদি নিজের ফর্ম ও আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজে খেলতে পারে তাহলে অনেক রান করবেন তিনি।

গিলকে নিয়ে আশাবাদী হরভজন বলেছেন, 'যদি টিম ইন্ডিয়া এই সিরিজটি জিততে চায় তাহলে রোহিতের সঙ্গে গিলকে ওপেনিং করতে হবে। অনেক রান ক্রয়ার পর সে (গিল) একাদশে জায়গা পাওয়া তার প্রাপ্য, শুধু এক ম্যাচের জন্য নয়। আমার মনে হয় এই সিরিজে গিলকে নিয়ে স্থির থাকা উচিত ভারতের। সে যদি নিজের ফর্ম ও আত্মবিশ্বাস ধরে রেখে খেলতে পারে অনেক রান করবে ভারতের জন্য। তাই আমি চাই সে খেলার সুযোগ পাঁক।'

সর্বশেষ

২ জুন, শুক্রবার, ২০২৩

আমির ফিরলে কার জায়গায় খেলবেন, প্রশ্ন গুলের

২ জুন, শুক্রবার, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজ দলে স্যামির সহকারী রেইফার-ফ্র্যাঙ্কলিন

২ জুন, শুক্রবার, ২০২৩

ব্রডের ৫ উইকেটের পর ক্রলি-ডাকেটের দৃঢ়তা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ডুরান্ট

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

চন্দরপলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ বিশ্বকাপ জেতার জন্যই খেলবে: পোথাস

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক ল্যান্স ক্লুজনার

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন ধোনির

আর্কাইভ

বিজ্ঞাপন