ভারত-নিউজিল্যান্ড সিরিজ
'এটা একটা জঘন্য উইকেট', ম্যাচ জয়ের পর হার্দিক

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে লো স্কোরিং থ্রিলার ম্যাচে ভারত জয় পেয়েছে ৬ উইকেটে। এমন জয়ের পরও খুশি হতে পারছেন না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ শেষে তিনি উইকেটের কড়া সমালোচনা করেছেন।
এমন উইকেট টি-টোয়েন্টির জন্য উপযুক্ত না বলেও হতাশা প্রকাশ করেছেন তিনি। হার্দিক মনে করেন লক্ষ্ণৌয়ের পিচের আচরণ রীতিমতো অবাক করেছে তাকে। কঠিন উইকেটে খেলতে আপত্তি না থাকলেও এমন উইকেটে আর খেলতে চান না তিনি।
হার্দিক বলেন, 'সত্যি কথা বলতে, এটা অবাক করা পিচ। দুটি ম্যাচ, আমরা যে ধরনের উইকেটে খেলেছি… আমি কঠিন উইকেটে খেলতে আপত্তি করি না, আমি সেটার জন্য পুরোপুরি প্রস্তুত থাকি। কিন্তু এই দুটি উইকেটই টি-টোয়েন্টির জন্য তৈরি নয়।'

এমন উইকেটে ১২০ রানও নিরাপদ বলে মনে করেন হার্দিক। বিশেষ করে টি-টোয়েন্টি খেলার আগে পরিপূর্ণভাবে উইকেট তৈরি রাখা উচিত বিশ্বাস হার্দিকের। এ ক্ষেত্রে কিউরেটর ও গ্রাউন্ড স্টাফদের আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


হার্দিকের ভাষ্য, ‘কোথাও কিউরেটর বা গ্রাউন্ডে যেখানে আমরা খেলতে যাচ্ছি, তাদের নিশ্চিত করা উচিত যে তারা যেন আগে থেকেই পিচ প্রস্তুত করে। তা ছাড়া আমি খুশি। এমনকি ১২০ এর টার্গেট এই পিচে জয়ের স্কোর হতে পারে।'
এই ম্যাচ জয়ে বোলারদের বিশেষ কৃতিত্ব দিয়েছেন হার্দিক। তিনি বলেন, 'বোলাররা তাদের পরিকল্পনায় অটল ছিল এবং নিজেদের কাজটা ঠিকভাবে করেছে। আমরা স্পিনারদের কাজে লাগাচ্ছিলাম। শিশির আমাদের কাজে ব্যাঘাত ঘটিয়েছে। তারা আমাদের চেয়ে ভালো স্পিন কাজে লাগিয়েছে। এটা একটা জঘন্য উইকেট ছিল।'