Connect with us

ভারত-নিউজিল্যান্ড সিরিজ

ছক্কাহীন ম্যাচে ভারতের কষ্টার্জিত জয়


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌয়ের মন্থর উইকেটে আগে ব্যাট করে নিউজিল্যান্ড থেমেছিল মাত্র ৯৯ রান করে। অল্প পুঁজি নিয়েও সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ পর্যন্ত লড়াই করেছে কিউইরা। এই লক্ষ্য পাড়ি দিতে ভারতকে খেলতে হয়েছে ১৯.৫ ওভার পর্যন্ত।

শেষ পর্যন্ত ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে শুরু করেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও ইশান কিশান। তবে তাদের জুটিকে ১৭ রানের বেশি এগোতে দেননি মাইকেল ব্রেসওয়েল।

১১ রান করা গিলকে তিনি ফিরিয়েছেন ডিপ স্কয়ার লেগে ফিন অ্যালেনের ক্যাচ বানিয়ে, এরপর দ্বিতীয় উইকেটে রাহুল ত্রিপাঠিকে নিয়ে আরও ২৯ রান যোগ করেন কিশান। তবে ৪ রানের ব্যবধানে এই দুই সেট ব্যাটার ফিরলে চাপে পড়ে ভারত।

১৩ রান করে ত্রিপাঠি ইশ সোধির শিকার হয়েছেন। ১৯ রান করা কিশান ফিরেছেন রান আউট হয়ে। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ভারতের হাল ধরেন সূর্যকুমার যাদব। অবশ্য সুন্দর ১০ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত সূর্যকুমার ৩১ বলে ২৬ ও হার্দিক পান্ডিয়া ২০ বলে ১৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।



এর আগে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু তারা অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি। ভালো শুরু পেলেও কিউইরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাদের ইনিংসের সর্বোচ্চ জুটিটি এসেছে দুই ওপেনার অ্যালেন ও কনওয়ের ব্যাট থেকেই (২১)।

দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মিচেল স্যান্টনার। এছাড়া মার্ক চাপমান ও মিচেল ব্রেসওয়েল ১৪ রান করে করেন। ভারতের হয়ে আর্শদীপ সিং মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হার্দিক, সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক হুডা ও কুলদীপ যাদব।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে দুই দল মিলে এই ম্যাচে কোনো ছক্কাই হাঁকাতে পারেনি। 

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন