নারী ক্রিকেট

অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:30 রবিবার, 29 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||  

নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লো স্কোরিং ফাইনালে ৬৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সহজ জয় পেয়েছে ভারত। উত্তাপহীন এই ম্যাচে ইংলিশ নারীদের ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারতের নারীরা।

সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল ভারতের নারীরা। দলীয় ১৬ রানে শেফালি ভর্মাকে হারায় তারা। ভারতের সবচেয়ে বড় এই তারকা ব্যাটারকে ১৫ রানে আটকে দিয়ে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন হানন বাকার। 

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার শেয়তা শারওত। ৬৯ রানের লক্ষ্য তাড়ায় ২০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল ভারত। কিন্তু সেখান থেকে দলকে টেনে তুলেন সৌম্য তিওয়ারী এবং গুনগাদি তিশা। 

সৌম্য ৩৭ বল খেলে অপরাজিত ২৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ইনিংসে ৩টি বাউন্ডারির মার ছিল। তাছাড়া তিশার ব্যাট থেকেও এসেছে ২৪ রানের ইনিংস। তার ইনিংসেও ছিল ৩টি বাউন্ডারির মার।

শেষ পর্যন্ত ১৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ইংল্যান্ডের হয়ে ৮ রানের বিনিময়ে এক উইকেট শিকার করে দলের সেরা বোলার অ্যালেক্সা স্টোনহাউস। 

এর আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো অথৈই সমুদ্রে হাবু-ডুবু খেয়েছেন ইংলিশ ব্যাটাররা। ডাক খাওয়া ওপেনার লিবার্টি হেইপকে দিয়ে তাদের পতনের শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১৭ ওভার ১ বলে ৬৮ রান তোলে অলআউট হয়েছে তারা।