Connect with us

বিপিএল

ম্যাচ জয়ের কৃতিত্ব শান্তকে দিচ্ছেন বার্ল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে দারুণ জয় তুলে নিতে দারুণ ভূমিকা পালন করেছেন এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। শেষদিকে ক্যামিও খেলে দল জেতানো রায়ান বার্ল তাই সমস্ত কৃতিত্বই দিচ্ছেন শান্তকে।

ইনিংসের সূচনা করতে নেমে ৪৪ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬০ রান করেন শান্ত। ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় দলকে ১২.৫ ওভারের মধ্যে ১১০ রান এনে দিয়ে বিদায় নেন তিনি। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ম্যাচ ফিনিশিং দিতে একটুও কষ্ট হয়নি বার্লের।

২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন মুশফিক। বার্ল ৪১ রান করেছেন মাত্র ১৬ বলে, চারটি চার ও তিনটি ছক্কায়। বিশাল লক্ষ্য তাড়া করতে সিলেটের লেগেছে মাত্র ১৮ ওভার। ম্যাচ শেষে মূল কৃতিত্ব শান্তকেই দিয়েছেন বার্ল।

তিনি বলেন, 'অসাধারণ, অসাধারণ খেলেছে সে। পাওয়ার প্লেতে সে যেভাবে শুরু করেছে, এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারতাম না আমরা। সব কৃতিত্ব তার। ক্লাসি… স্টাইলিশ… ক্লিশে আরও যত কথা আছে, বলতে পারেন ইনিংসটি নিয়ে। দারুণ ইনিংস ছিল।'



বার্ল আউট হওয়ার পর মুশফিকের সঙ্গে ম্যাচ শেষ করার দায়িত্ব নেন জাকির হাসান। ৫ বলে ১২ রান তুলে অপরাজিত থাকেন তিনি। যদিও টিম ম্যানেজমেন্টের নির্দেশনায় শেষ পর্যন্ত উইকেটে থেকেই ম্যাচ শেষ করতে চেয়েছিলেন বার্ল।

তিনি আরও বলেন, 'ড্রেসিংরুম থেকে বলেছিল ‘তুমি কাজ শেষ করে আসো। আমরা জানি তুমি পারবে।’ আমি বললাম, ‘আমি যতটা সম্ভব আগ্রাসী থাকার চেষ্টা করতে চাই। (প্রয়োজনীয়) রান রেট কমাতে চাই। শেষের দিকের জন্য বা ১৮-১৯ ওভারের জন্য ফেলে রাখতে চাই না।’ শেষ পর্যন্ত যা হয়েছে, তাতে আমি খুশি।'

সর্বশেষ

২ জুন, শুক্রবার, ২০২৩

আমির ফিরলে কার জায়গায় খেলবেন, প্রশ্ন গুলের

২ জুন, শুক্রবার, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজ দলে স্যামির সহকারী রেইফার-ফ্র্যাঙ্কলিন

২ জুন, শুক্রবার, ২০২৩

ব্রডের ৫ উইকেটের পর ক্রলি-ডাকেটের দৃঢ়তা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ডুরান্ট

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

চন্দরপলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

বাংলাদেশ বিশ্বকাপ জেতার জন্যই খেলবে: পোথাস

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক ল্যান্স ক্লুজনার

১ জুন, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন ধোনির

আর্কাইভ

বিজ্ঞাপন