Connect with us

বিপিএল

মোসাদ্দেকের ভুলের অপেক্ষায় ছিলেন ইয়াসির


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ দুই বলে ৮ রানের সমীকরণের সামনে দাঁড়িয়েছিল খুলনা টাইগার্স। তখন স্ট্রাইকে দলটির অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। মোসাদ্দেক হোসেনের করা শেষ ওভারের পঞ্চম বলটি ছিল ইয়র্কারের মতোন। সেই বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে ২ রান নিয়েছিলেন ইয়াসির।

শেষ বলে ছক্কা মারলেই ম্যাচ খুলনার। এমন অবস্থাতে দলকে জেতাতে পারেননি তিনি। অফ স্টাম্পের বল লং অফে ঠেলে দিয়ে এক রান নিতে পেরেছেন কেবল। এর ফলে খুলনা হেরেছে ৪ রানের ব্যবধানে। ম্যাচ শেষে সেই সময়ের পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন ইয়াসির।

তিনি জানিয়েছেন শেষ বলে বোলারের ভুলের আশায় ছিলেন তিনি। বল দেখে বড় শটের চিন্তা নিয়েই স্টান্স নিয়েছিলেন তিনি। তবে মোসাদ্দেক বল হাতে কোনো ভুল করেননি। ইয়াসিরেরও সেই বলটি উড়িয়ে মারার কোনো সুযোগ ছিল না।

ম্যাচ শেষে ইয়াসির বলেন, '(পরিকল্পনা ছিল) বল দেখব, মারব…অলআউট চেষ্টা করব…।' সঙ্গে যোগ করেন, 'তার পরিকল্পনা আমি জানতাম যে ব্লকেই করবে। তবে ব্লকে করার পরিকল্পনা সবসময় বাস্তবায়ন করা কঠিন স্পিনারদের জন্য… আমার ভাবনা ছিল, একটু যদি এদিক-সেদিক হয়, তাহলে ছক্কা মেরে দিতে পারি।'



১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনাকে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেননি তামিম ইকবাল-অ্যান্ডি বালবির্নিরা। দুই ওপেনার আউট হলে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন শেই হোপ। শেষ পর্যন্ত তাদের এই ধীর ব্যাটিংয়ের মাশুল দিল হলো খুলনাকে।

ইয়াসির অবশ্য কাউকে দায়ী করেননি। তিনি বলেছেন, 'আসলে ওভাবে কিছু বলার নেই। ও (শেই হোপ) ছিল বলে হয়তো আমার জন্য খেলাটা সহজ হচ্ছিল। ও থাকলে অন্যরকম চিত্র হতে পারত। খেলাটা তো ক্রিকেট, কেউ ইচ্ছে করে খারাপ খেলতে চায় না, ইচ্ছে করে আউটও হয় না। দুর্ভাগ্যজনকভাবে সে আউট হয়ে গেছে, আমার জন্য কাজটা কঠিন হয়ে গেছে।'

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন