Connect with us

নারী ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে মেঘলার বড় লাফ, উন্নতি করেছেন জ্যোতিও


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে নারী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল বাংলাদেশ নারী দলের। সেই লক্ষ্যে একেবারেই পথভ্রষ্ট বাংলাদেশের নারীরা। আসরে দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও।

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মেঘলা। ২৫ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। মঙ্গলবার মেয়েদের র‍্যাঙ্কিংয়ের এই সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

গত বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন সানজিদা। ২ ওভার বোলিং করে মাত্র ৪ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এরপর ভারতের বিপক্ষে উইকেট না পেলেও দলের হয়ে ওভারপ্রতি সবচেয়ে কম রান দেন তিনি।

আর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন মাত্র ১৩ রান দিয়ে। এমন পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন সানজিদা। ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৪তম স্থানে।



এদিকে রুমানা আহমেদ ৯ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে উঠে এসেছেন। সবশেষ তিন ম্যাচে তার শিকার ৭ উইকেট। উন্নতি করেছেন জাহানারা আলমও। তিনি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৯তম স্থানে।

৮ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে আছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। উন্নতি হয়েছে নিগার সুলতানা জ্যোতিরও। মালয়েশিয়ার বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন এই কিপার-ব্যাটার।

সর্বশেষ

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইসিসির মে মাসের সেরার দৌড়ে শান্ত

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

হঠাৎই মিরপুরে সাকিব

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

আইপিএলের টাকা নয়, দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে চান স্টার্ক

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ-শ্রীলঙ্কা

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

অবসর ভাঙিয়ে মঈনকে অ্যাশেজে ফেরাচ্ছে ইংল্যান্ড!

৬ জুন, মঙ্গলবার, ২০২৩

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

৫ জুন, সোমবার, ২০২৩

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

৫ জুন, সোমবার, ২০২৩

লাল বলে দিপু-মুশফিককে নিয়ে আশায় বুক বাঁধছেন নান্নু

৫ জুন, সোমবার, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আর্কাইভ

বিজ্ঞাপন