টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:05 সোমবার, 26 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা তুলেছিল ১২০ রান।

দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে নেমে ২৪ রানেই আইরিশদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। শুরুতেই ওপেনার গেবি লুইসকে বোল্ড করে ফেরান সানজিদা আকতার মেঘলা।

আরেক ওপেনার এমি হান্টারকে ফেরান নাহিদা আক্তার। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ওরলা পেন্ডারিগাস্টকে ফিরিয়ে দ্বিতীয় শিকার তুলে নেন মেঘলা। মিডল অর্ডারে আইরিশদের কিছুটা হাল ধরেছিলেন অধিনায়ক লরা ডেলেনি ও এইমার রিচার্ডসন।

ডেলেনি ১২ ও রিচার্ডসন ১৮ রান করে ফিরলে আবারও বিপর্যয়ে পরে আইরিশ মেয়েরা। দুজনকে সাজঘরে পাঠিয়েছেন রুমানা। শেষদিকে উইকেটরক্ষক ব্যাটার ম্যারি ওয়াল্ডরন ১৯, আরলেনা কেলির অপরাজিত ২৮ রান ও কারা মুরায়ের ১৩ রানে ভর করে ১১৩ রান পর্যন্ত যেতে পারে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রুমানা। দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, মেঘলা ও সোহেলি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ফারজানা হকের ৫৫ বলে ৬৫ ও রুমানার ২০ বলে ২১ রানের ইনিংসে মাঝারি পুঁজি পায় বাংলাদেশ নারী দল। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। 

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ডেলেনি, ২টি করে উইকেট পেয়েছেন মুরায় ও কেলি। এ ছাড়া একটি উইকেট গেছে রিচার্ডসনের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল- ১২০/৮ (২০ ওভার) (ফারজানা ৬১, রুমানা ২১; ডেলানি ৩/২৭)

আয়ারল্যান্ড নারী দল- ১১৩/৯ (২০ ওভার) (কেলি ২৮*, ওয়ালড্রন ১৯, রিচার্ডসন ১৮; রুমানা ৩/২৪, সানজিদা ২/১৬, সোহেলি ২/২০)