আইপিএল

রুতুরাজকে টেস্ট দলে চান ভেংসরকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:49 সোমবার, 02 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের সর্বশেষ আসরে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। টুর্নামেন্টেটির সর্বোচ্চ রান করে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকাও রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ভারতের হয়ে টি-টোয়েন্টি জার্সিতে অভিষেক হয়েছে রুতুরাজের। 

এদিকে আইপিএলের এবারের আসরে শুরুর দিকে একেবারে ছন্দহীন ছিলেন তরুণ এই ব্যাটার। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন তিনি। নিজেদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছেন ৯৯ রানের ইনিংস। এমন পারফরম্যান্সের পর রুতুরাজের প্রশংসা করার পাশাপাশি ডানহাতি এই ব্যাটারকে টেস্ট দলে নেয়ার দাবি তুলেছেন দিলীপ ভেংসরকার।

ভারতের জার্সিতে মাত্র ৩ টি-টোয়েন্টি খেলেছেন রুতুরাজ। তবে হায়দরাবাদের বিপক্ষে রুতুরাজের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটার। উমরান মালিক-মার্কো জেনসেন ও থাঙ্গারাসু নাটারাজনদের বিপক্ষে ক্রস ব্যাটে না খেলে সোজা ব্যাটে খেলেছেন রুতুরাজ। বেশিরভাগ শটগুলো সঠিক ছিল মনে করেন ভেংসরকার।

এ প্রসঙ্গে ভেংসরকার বলেন, 'আমি খুশি যে এটা আসলে ম্যাচ জয়ী নক ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে , সে সঠিক ক্রিকেট শট খেলেছে। তার মধ্যে কোনো রকম তাড়াহুড়ো ছিল না বা সে কোনো ক্রস ব্যাটে শট খেলেনি। রুতুরাজ সোজা ব্যাটে খেলেছে। সে সীমিত ওভারের ক্রিকেটে এরই মধ্যে প্রমাণ করে ফেলেছে। আমি আশাবাদী সে টেস্ট এবং ওয়ানডে দুজায়গাতেই সফল হবে। তাকে টেস্টের জন্য উপযুক্ত বলে মনে হয়।'

এবারের আসরে গতিময় বোলিংয়ের সঙ্গে একের পর এক উইকেট নিয়ে নজর কেড়েছেন উমরান। ডানহাতি এই পেসারের গতি সামলাতে গিয়ে ভড়কে যেতে হচ্ছে ব্যাটারদের। তবে ৯৯ রানের ইনিংস খেলার দিনে উমরানকে চেন্নাইয়ের ওপেনার যেভাবে মোকাবেলা করেছেন তাতে মুগ্ধ ভেংসরকার।

তিনি বলেন বলেন, আগের ম্যাচে উমরান কিছু ব্যাটারের স্টাম্প দুমড়ে মুচড়ে দিয়েছিল। তবে এই ম্যাচ রুতুরাজ তাকে শক্ত হাতে সামলেছে। যেভাবে গতিতারকার দ্রুত গতির বোলিংগুলো রুতুরাজ খেলেছে, বিশেষ করে শর্ট বলগুলো, তা নির্বাচকদের খুশি করা উচিত। সম্প্রতি ভারতীয় খেলোয়াড়েরা পেস এবং বাউন্স সামলাতে হিমশিম খাচ্ছে। শর্ট ডেলিভারিগুলো সে দাঁড়িয়ে অনায়াসে খেলেছে। আমি মনে করি,ভারতের টেস্ট স্কোয়াডে রুতুরাজকে নিতে নির্বাচকদের সময় নষ্ট করা উচিত না।'