নিউজিল্যন্ড-পাকিস্তান সিরিজ

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যন্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:01 শনিবার, 12 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ রস টেলরকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ডেভিড কনওয়ে এবং গ্লেন ফিলিপস।

মূলত বয়স ও ফর্ম বিবেচনায় টেলরকে বিশ্রাম দিতে বাধ্য হয়েছে বোর্ড। তাছাড়া নতুনদের কে সুযোগ করে দিয়ে ভবিষ্যত দল গঠনেও মনযোগী নিউজিল্যন্ড। এজন্য তাঁর পরিবর্তে দুজন তরুনকে স্কোয়ার্ডে জায়গা দেয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন নিউজিল্যন্ডের প্রধান নির্বাচক গিভেন লার্সেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আপনি কি এটা কখনো কল্পনা করেছিলেন। রস টেলর আমাদের একজন নিয়মিত পারফর্মার। কিন্তু দুর্ভাগ্যবশত মানের বিচারে তাঁর জন্য স্কোয়াডে কোন জায়গা ফাঁকা পাইনি আমরা এবং অন্য ব্যাটসম্যানদের কারনেও তাঁর দলে জায়গা হচ্ছে না।'

প্রথম টেস্টে রেকর্ড ডাবল সেঞ্চুরি হাঁকানো নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দ্বিতীয় টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও একই কারনে খেলছেন না তিনি। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

তবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরে নেতৃত্ব ভার সামলাবেন উইলিয়ামসন। এ প্রসঙ্গে লারসেন আরো বলেন, 'কেন সম্ভবত দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ফিরবে এবং দলকে নেতৃত্ব দেবে। কিন্তু আমাদের অপেক্ষা করা উচিত এবং দেখা উচিত কবে নাগাদ তাঁর এবং তাঁর স্ত্রী সারাহর প্রথম বাচ্চার জন্ম হয়।'

এছাড়া হংকংয়ে জন্ম নেয়া মার্ক চ্যাপম্যান ১৩ সদস্যদের দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন। এছাড়া হাড়ের ইনজুরির কারনে ফাস্ট বোলার লকি ফার্গুসনকেই এই সিরিজে পাচ্ছে না নিউজিল্যন্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর।

নিউজিল্যন্ডের প্রথম টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক),মার্টিন গাপটিল, টড এ্যাসলে, ডগ ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, স্কট কাগগ্লেইজেন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ইশ সোধি, ব্লেইর টিকনার।

নিউজিল্যন্ডের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, ডার্ল মিচেল, টিম সাউদি, মার্টিন গাপটিল, টড এ্যাসলে, স্কট কাগগ্লেইজেন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ডেভন কনওয়ে, ইশ সোধি।